নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।
জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯২০তম পর্বে কোনো মেয়ে অপবিত্র অবস্থায় মারা গেলে তাঁকে দুবার গোসল করাতে হবে কি না, সে সম্পর্কে দিনাজপুর থেকে ই-মেইলে জানতে চেয়েছেন মো. রাশেদ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : অপবিত্র অবস্থায় কোনো মেয়েলোক মারা গেলে এক গোসলই কি যথেষ্ট, নাকি দুই গোসল দিতে হবে?
উত্তর : গোসল একটাই যথেষ্ট। কারণ, দুবার গোসল করে পবিত্রতা অর্জনের বিধান ইসলামের মধ্যে নেই। ইসলাম একটাই পবিত্রতাকে বিশ্বাস করে। একটি গোসলের মাধ্যমেই তিনি পবিত্র হয়ে যাবেন।
কোনো কারণে যদি অপবিত্র অবস্থায় তাঁর মৃত্যু হয়, একটি গোসলই যথেষ্ট। তাঁর এই গোসল মৃত্যুর পরে যে গোসল এবং অপবিত্রতার যে গোসল—দুটাই একই গোসল হবে এবং এক গোসলের মাধ্যমেই যথেষ্ট হয়ে যাবে।