প্রাণবন্ত ত্বক পেতে গাজরের রস

রূপচর্চা/বিউটি-টিপস January 16, 2017 1,708
প্রাণবন্ত ত্বক পেতে গাজরের রস

রূপচর্চায় গাজরের রস ও হলুদ খুবই উপকারী। ত্বকের নানা সমস্যার সমাধান করে এই প্রাকৃতিক উপাদান। তাই সুস্থ ও সুন্দর ত্বকের জন্য নিয়মিত এই প্যাক ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারেন।


• নিচে পরামর্শ দেয়া হয়েছে, কীভাবে ত্বকে এই উপদান দুটি ব্যবহার করবেন। তাহলে এবার জেনে নেয়া যাক....


যা যা লাগবে

গাজরের রস তিন টেবিল চামচ ও হলুদ বাটা দুই চা চামচ।


প্রথমে একটি বাটিতে গাজরের রস ও হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এরপর ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।


যে কারণে ত্বক উজ্জ্বল দেখাবে

এ দুটি উপাদানে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা ত্বকের কোষে পুষ্টি জোগাতে সহায়তা দেয়। এর ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণবন্ত। এগুলো ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যা ত্বকের বলিরেখা দূর করে চেহারার বয়সের ছাপ দূর করে। উপাদান দুটিতে ভিটামিন ‘এ' ও বেটা ক্যারোটিন রয়েছে, যা ত্বকের কালচে দাগ দূর করে।


এই উপাদানের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জীবাণু ধ্বংস করে। এ ছাড়া এটি লোমকূপের মুখের ময়লাও দূর করে ত্বকে পরিষ্কার রাখে। প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে এই উপাদান দুটি বেশ কার্যকর। এ ছাড়া এটি সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে। এই প্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখে, যা ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।