জেল থেকে বের করে দেব

ইন্টারভিউ কৌতুক January 13, 2017 2,907
জেল থেকে বের করে দেব

জেলার : আপনি জেলার পদে কাজ করতে পারবেন?


প্রার্থী : অবশ্যই পারব স্যার।


জেলার : বলেন তো কয়েদীরা ঝামেলা করলে কী করবেন?


প্রার্থী : এক ঝাড়ি দিয়ে থামিয়ে দেবো স্যার।


জেলার : যদি বেশি বেয়াদবী করে?


প্রার্থী : থাপ্পড় দিয়ে ওদেরকে জেল থেকে বের করে দেব স্যার।