প্রশ্ন : আমার তৃতীয় সন্তান সিজার করার পর আমার স্ত্রীর স্থায়ীভাবে লাইগেশন করি। এতে আমাদের গুনাহ হবে কি? আর গুনাহ হলে পরিত্রাণ পাওয়ার উপায় কী?
উত্তর : আপনারা যে কাজটি করেছেন, সেটি আপনাদের না করা উচিত ছিল। যা-ই হোক আপনারা যেটা করেছেন, তার জন্য আল্লাহু রাব্বুল আলামিনের কাছে তওবা করুন।
অনুতপ্ত হয়ে আল্লাহু রাব্বুল আলামিনের কাছে যদি আল্লাহর বান্দা ক্ষমা চায়, তওবা করে, আল্লাহু রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করতে পারেন।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন