সাধারন জ্ঞানের আসর - ৪৭তম পর্ব

সাধারণ জ্ঞান January 12, 2017 1,627
সাধারন জ্ঞানের আসর - ৪৭তম পর্ব

১. প্রশ্ন : সবচেয়ে সরু দেশ কোনটি?

উত্তর : চিলি।


২. প্রশ্ন : চিলির দৈর্ঘ্য কত?

উত্তর : ৬,১৫৫ কিলোমিটার।


৩. প্রশ্ন : পৃথিবীর সর্বদক্ষিণের শহর কোনটি?

উত্তর : পুন্টা আরেনাস, চিলি।


৪. প্রশ্ন : সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি?

উত্তর : ইন্দোনেশিয়া।


৫. প্রশ্ন : ইন্দোনেশিয়া কয়টি দ্বীপ নিয়ে গঠিত?

উত্তর : ১৩ হাজার ৫০০টি।


৬. প্রশ্ন : ইন্দোনেশিয়ার কয়টি দ্বীপে মানব বসতি আছে?

উত্তর : প্রায় ৬ হাজার।


৭. প্রশ্ন : সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি?

উত্তর : সুইজারল্যান্ড।


৮. প্রশ্ন : কোন দেশ আন্তর্জাতিক ভাবে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি?

উত্তর : সুইজারল্যান্ড।


৯. প্রশ্ন : সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করে?

উত্তর : ১০ সেপ্টেম্বর ২০০২ সালে।


১০. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?

উত্তর : চীন।


১১. প্রশ্ন : বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি?

উত্তর : নাউরু।


১২. প্রশ্ন : নাউরুর আয়তন কত?

উত্তর : ২১ বর্গ কিলোমিটার।


১৩. প্রশ্ন : বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তর : ভ্যাটিকান সিটি।


১৪. প্রশ্ন : ভ্যাটিকান সিটির আয়তন কত?

উত্তর : ১০৮.৭ একর।


১৫. প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের?

উত্তর : যুক্তরাষ্ট্র ও কানাডা।


১৬. প্রশ্ন : দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের?

উত্তর : আর্জেন্টিনা ও চিলি।


১৭. প্রশ্ন : সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত।


১৮. প্রশ্ন : বছরে কত লোক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত অতিক্রম করে?

উত্তর : প্রায় ৫০ কোটি।


১৯. প্রশ্ন : সর্বাধিক সীমান্তবেষ্টিত দেশ কোনটি?

উত্তর : চীন।


২০. প্রশ্ন : কয়টি দেশের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে?

উত্তর : ১৫টি দেশের সঙ্গে।