দেশের বাজারে আসুসের নতুন গেমিং ল্যাপটপ

কম্পিউটার রিভিউ January 11, 2017 1,163
দেশের বাজারে আসুসের নতুন গেমিং ল্যাপটপ

দেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নতুন একটি গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে। এটি রগ সিরিজের গেমিং ল্যাপটপ। মডেল জিএল৫৫২ভিডাব্লিউ-৬৩০০এইচকিউ।


সাশ্রয়ী দামের এই গেমিং ল্যাপটপটিতে ইনটেলের ষষ্ঠ প্রজন্মের কোর আই ৫ ৬৩০০ এইচকিউ প্রসেসর ব্যবহৃত হয়েছে। প্রসেসরের ক্লকস্পিড ২.৩০ গিগাহার্জ থেকে ৩.২০ গিগাহার্জ।


গেমিং ল্যাপটপটিতে ৮ জিবি র‌্যাম আছে। এতে ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে।


ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে আছে এনভিডিয়া জিওফোর্স জিটিএক্স ৯৬০এম ৪ জিবি ডিডিআর৫ ভির‌্যাম।


এতে আছে ১৫.৬ ইঞ্চির এফএইচডি ব্যাকলিট ডিসপ্লে এবং ডিভিডি রিরাইটেল ডিস্ক ড্রাইভ।


নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ল্যাপটপটিতে আছে ওয়াইফাই, ব্লুটুথ, এইচডিএমআই, ওয়েবক্যাম, কার্ড রিডার এবং ইউএসবি থ্রি।


দেশের বাজারে ল্যাপটপটির মূল্য ৭৪ হাজার ৪৯৯ টাকা।