প্রশ্ন : এক ওয়াক্তের সালাত কাজা হলে ফরজের মতো সুন্নতেরও কাজা পড়ে নেওয়া কি উত্তম?
উত্তর : প্রথম কথা হচ্ছে, সালাতের কাজা বলে কিছু নেই। সুতরাং কাজা করার কোনো সিস্টেম সালাতের মধ্যে নেই, এটা ভুল কাজ।
তবে কোনো ব্যক্তি যদি কোনো কারণে সালাত আদায় করতে ভুলে যান, তাহলে মনে পড়ার সঙ্গে সঙ্গে তিনি সেই সালাত আদায় করে নেবেন। সেখানে সুন্নত আদায় করতে হবে, তা বাধ্যতামূলক নয়।
সুন্নত আদায় না করেও তিনি শুধু ফরজটা আদায় করলেই যথেষ্ট। তখন আর সুন্নত পড়ার দরকার নেই। শুধু ফরজটা তিনি আদায় করে নেবেন।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন