আমার ফিলিংস বোঝে

বন্ধু কৌতুক January 8, 2017 2,610
আমার ফিলিংস বোঝে

রাকিব : কিরে আরিফ? তুই নাকি তোর কুকুরটাকে কাজ শেখাচ্ছিস!


আরিফ : আরে হ্যাঁ।


রাকিব : তো কী রকম কাজ?


আরিফ : এই ধর আমার ফিলিংস বোঝে। যেমন খেলার সময় আমি যে দলের সাপোর্ট করি সেই দল জিতলে কুকুরটা আমার চারপাশে ঘোরে।


রাকিব : আর যদি তোর সাপোর্টের দল হারে তবে কী করে?


আরিফ : তাহলে পল্টি দেয়।


রাকিব : কয়টা?


আরিফ : এই ধর, সেটা নির্ভর করবে আমি কয়টা কিক করবো তার উপর!