নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।
জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯১৭তম পর্বে খাবারের সময় মাথা ঢাকা সুন্নত কি না, সে সম্পর্কে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : খাবারের সময় মাথা ঢাকা কি সুন্নত?
উত্তর : এটি হাদিস দ্বারা সব্যস্ত হয়নি। খাওয়ার সময় মাথা ঢাকা সুন্নত মর্মে কোনো হাদিস নেই। এটা একেবারেই ব্যক্তিগত মাসয়ালা। কোনো গবেষকের হয়তো এটি নিজস্ব আবিষ্কার।
গবেষক নিজে গবেষণা করে দ্বীন তৈরি করার চেষ্টা করেছেন। তার মধ্যে এই বিধান তিনি দিয়েছেন। এটি তাঁর নিজস্ব আবিষ্কার। ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।