পুরো ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এই ল্যাপটপ

কম্পিউটার রিভিউ January 7, 2017 1,245
পুরো ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এই ল্যাপটপ

ল্যাপটপ যতই দামি হোক না কেন ব্যাটারি ব্যাকআপ ভালো না থাকলে পুরো বিষয়টিই বেকার হয়ে যায় ৷ব্যাটারি ব্যাকআপ ভালো না হলে মানুষকে সমস্যার মুখে পড়তে হয় ৷


সম্প্রতি এলজি এমন একটি ল্যাপটপ লঞ্চ করেছে যার ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রয়েছে ৷শুনে অবাক লাগতে পারে ৷কিন্তু এলজি সিইএস ২০১৭ তে ল্যাপটপ লঞ্চ করা সময় এই দাবি করেছেন ৷


কিন্তু যে বিষয়টিতে খটকা লাগছে তা হলো যে বেঞ্চমার্ক ব্যবহার করে এলজির গ্রাম ১৪ ল্যাপটপের ব্যাটারির পরীক্ষা করা হয়েছে তা প্রায় ১০ বছরের পুরনো ৷এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জানানোর সময় টেক ওয়েবসাইট সোনেট জানিয়েছে, এলজি এই ল্যাপটপের ব্যাটারির টেস্ট করার জন্য মোবাইলমার্ক ২০০৭ বেঞ্চমার্ক টুল ব্যবহার করা হয়েছে ৷


এই বেঞ্চমার্কে ইউজার ল্যাপটপকে ওয়াই-ফাই ও কম ব্রাইটনেস লেবেলে ব্যবহার করে থাকে ৷কিন্তু গত কয়েক বছরের মানুষের ব্যবহার ও প্রযুক্তি সম্পূর্ণ বদলে গিয়েছে তাই লেটেস্ট বেঞ্চমার্ক টুলের সাথে এই ল্যাপটপ ব্যাটারি ২০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷


ফিচার্সের মধ্যে রয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ৷স্ক্রিন রেজ্যুলেশন (1080x1920 পিক্সেল)। পাশাপাশি ১৬ জিবি র‍্যাম আপডেট করা হয়েছে ৷মেমরির কথা মাথায় রেখে সংস্থা ৫১২ জিবি এসডিডি স্টোরেজের ব্যবস্থা রেখেছে ৷ফলে আপনার পছন্দের গান, সিনেমা, ডেটা সমস্ত কিছু স্টোর করার জন্য প্রচুর জায়গা পাবেন ৷


কানেকটিভির জন্য রয়েছে দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি মাইক্রো এসডি কার্ড স্লট, একটি এইচডিএমআই পোর্ট ও ওয়াই-ফাই ৮০২.১১ এসি'র মতো ফিচার্স ৷পাশপাশি উইন্ডোজ হ্যালো সাপোর্ট করার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ৷ কোরিয়ার বাজারে এর দাম প্রায় ৮০,৯০০ টাকা।


- কালের কন্ঠ