রূপচর্চায় কলার ৫ ব্যবহার

রূপচর্চা/বিউটি-টিপস January 6, 2017 1,130
রূপচর্চায় কলার ৫ ব্যবহার

ব্রণ ও বয়সের ছাপ কমাতে কলা বেশ উপকারী।


রূপচর্চাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় সৌন্দর্য চর্চায় কলার বহুবিধ ব্যবহার সম্পর্কে।


ত্বকের আর্দ্রতা রক্ষা: কলা উচ্চ পটাশিয়াম যুক্ত ফল। যা ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে।


একটি কলার অর্ধেক অংশ চটকে তা মাস্ক হিসেবে ব্যবহার করা যায়, এতে ত্বক নরম ও কোমনীয় হবে। অতিরিক্ত শুষ্ক ত্বকে কলার পাশাপাশি মধু ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যায়।


ব্রণ নিয়ন্ত্রণ: কলার খোসায় আছে অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকের উপর উপকারী।


ব্রণের উপর কলার খোসার সাদা অংশ বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ঘষতে হবে। মুখের দাগ ও ব্রণ দূর করতে সপ্তাহে দুবার এটি ব্যবহার করুন।


চোখের স্ফীতভাব কমাতে: চোখের স্ফীতভাব কমাতে কলা বেশ কার্যকর।


কলা চটকে ফোলা অংশে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুণ। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চোখের স্ফীতভাব কমাতে সহায়তা করবে।


পায়ের যত্নে: মুখের ত্বকের মতো পায়ের যত্ন নিতেও কলা বেশ উপকারী।


কলা চটকে পায়ের মাস্ক তৈরি করে তা পায়ে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুণ। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন, এর ফলে পা হবে নরম ও কোমল।


চুলের যত্নে: চুল পড়া কমাতে কলা ও দই চটকে প্যাক তৈরি করতে হবে। প্যাকটি চুলে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চুলের শুষ্কতা কমাতে কলা ও মধু মিশিয়ে চুলের প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন।