আরো বড় সাঁতারু

বন্ধু কৌতুক January 5, 2017 1,570
আরো বড় সাঁতারু

বল্টু : জানিস, আমার বাবা খুব বড় সাঁতারু।


পল্টু : শুনি, তোর বাবা কেমন সাঁতারু।


বল্টু : জানিস, আমার বাবা একবার পদ্মা নদীতে ডুব দিয়ে গঙ্গা নদীতে উঠেছে।


পল্টু : ধুর তোর বাবা তো কিছুই না, আমার বাবা আরো বড় সাঁতারু। তিনি একবার আমাদের ট্যাংকিতে ডুব দিয়ে কল দিয়ে বের হয়েছে।