১ম বন্ধু : দোস্ত, আমার বউটাকে খুঁজে পাচ্ছি না। মনে হয় হারিয়ে গেছে।
২য় বন্ধু : থানায় জানাস নাই?
১ম বন্ধু : না!
২য় বন্ধু : কেন?
১ম বন্ধু : এর আগে আমার গাড়ি হারিয়েছিল। পুলিশে কমপ্লেন করেছিলাম। গাড়ি পাওয়ার পর অন্য আরেক লোকও গাড়িটাকে তার নিজের বলে দাবি করেছিল। এবারও যদি তাই হয়!