ডেলের নতুন ল্যাপটপ

কম্পিউটার রিভিউ January 3, 2017 1,242
ডেলের নতুন ল্যাপটপ

৫ থেকে ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনজুমার ইলেকট্রোনিক্স শো। এই শোতে নতুন একটি টু ইন ওয়ান ল্যাপটপ বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে ডেল। মডেল এক্সপিএস ১৩। এই ল্যাপটপটিতে এজ টু এজ ডিসপ্লে রয়েছে।


বর্ডারলেস ডিসপ্লের এই ল্যাপটপটিতে দুইটি ভার্সনে পাওয়া যাবে। ষষ্ঠ প্রজন্মের কোর আই ৫ প্রসেসরে একটি ল্যাপটপে আছে ৪ জিবি র‌্যাম । অন্য ল্যাপটপটিতে আছে ৮ জিবি র‌্যাম। সঙ্গে আছে ইন্টেল কোর আই ৭ প্রসেসর।