ত্বকের যত্নে দুধের ব্যবহার

রূপচর্চা/বিউটি-টিপস January 2, 2017 830
ত্বকের যত্নে দুধের ব্যবহার

শীত শুরু হতেই শুষ্ক ত্বক নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন?‌ চিন্তার কিছু নেই। বাড়ির ফ্রিজেই চিন্তা দূর করার উপায় আছে বলে মনে করছেন গবেষকরা। এক চামচ দুধেই মিটবে যে সমস্যা...


* ‌ত্বকের যত্নে ক্লেনজার হিসেবে দুধ ব্যবহার করতে পারেন। বাইরে থেকে ফিরে এক চামচ দুধে তুলো ভিজিয়ে নিন। ময়লা পরিষ্কার হবে, মৃত কোষ দূর হবে।


* প্রচুর পরিমাণ আলফা হাইড্রক্সিল অ্যাসিড আছে দুধে। একচামচ দুধে মধু মিশিয়ে মুখে ঘষলে বাজার চলতি স্ক্রাবের থেকে ভাল কাজ হয়।


* ট্যান দূর করতে দামি ক্রিম ব্যবহার করেন!‌ এখুনি অভ্যাস পাল্টান। দুধে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ট্যান হাল্কা করে। একচামচ গ্রিন টি–র সঙ্গে দুধ মিশিয়ে তুলোয় করে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে নিন।


* পায়ের যত্ন নিতে হাজার হাজার টাকা খরচ করে স্পা করাবেন কেন?‌ দুধ ও জল মিশিয়ে গরম করুন। একটি বালতিতে ঢেলে পা ডুবিয়ে বসে থাকুন। পিউমিক স্টোন দিয়ে পা ও আঙুল ঘষে নিন।


* সর-সহ দুধ লাগালে রোদে পোড়া জ্বালা কমে যায়।