শিক্ষক : কি ব্যাপার ঝিংকু, কাল স্কুলে আসিসনি কেন?
ঝিংকু : স্যার, বৃষ্টির জন্য আসতে পারিনি।
শিক্ষক : গতকাল বৃষ্টি ছিল? মিথ্যা বলার আর জায়গা পাস না! দাঁড়া, তোর বাবাকে খবর দিচ্ছি!
ঝিংকু : আসুক বাবা! এসে আপনাকে বলুক, গতকাল আমার খালাতো বোন বৃষ্টি এসেছিল কিনা!