২৩ হাজার টাকায় ওয়ালটনের দেশি ল্যাপটপ

কম্পিউটার রিভিউ December 31, 2016 1,253
২৩ হাজার টাকায় ওয়ালটনের দেশি ল্যাপটপ

মাত্র ২৩ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ওয়ালটনের দেশি ল্যাপটপ। মডেল প্যাশন ডাব্লিউপি১৪বি৭১এস। শিক্ষার্থীরা এই ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে ৫% ছাড় পাবেন। এছাড়াও কিস্তিুতেও কেনা যাবে ওয়ালটনের ল্যাপটপ।


সাশ্রয়ী দামের এই ল্যাপটপটিতে আছে ১৪ ইঞ্চির এইডি গ্লায়ার এলসিডি ডিসপ্লে। এতে ইন্টেলের কোয়াডকোর এন৩৭১০ প্রসেসর ব্যবহৃত হয়েছে।


ল্যাপটপটিতে আছে ৫০০ জিবি হার্ডডিস্ক। ৪ জিবি ডিডিআর৩এল র‌্যাম। আরও আছে ইন্টেল ৩১৬৫এসি ডাব্লিউল্যান, ব্লুটুথ এবং ওয়াইফাই নেটওয়ার্ক কানেকটিভিটি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে ডিভিডি ড্রাইভ রয়েছে।


দেশের ওয়ালটন প্লাজায় ল্যাপটপটি পাওয়া যাচ্ছে।


সূত্রঃ ঢাকা টাইমস