প্রশ্ন : নির্ধারিত মহর পরিশোধের আগে স্ত্রীর সঙ্গে সহবাসের ব্যাপারে ইসলামের বিধান কী?
উত্তর : দেনমহর ধার্য হলে স্ত্রীর সঙ্গে মেলামেশার আগেই তা পরিশোধ করা উত্তম। কেননা, এটি স্ত্রীর প্রাপ্য অধিকার এবং স্বামীর ওপর তা অন্যান্য ঋণের মতোই একটি ঋণ। যা পরিশোধ করা আবশ্যক।
তবে স্ত্রী স্বেচ্ছায়, সন্তুষ্টিচিত্তে মহরের টাকা হাতে পাওয়ার পর স্বামীকে কিছু অংশ বা পুরো অংশ দিলে, তা দিতে পারেন এবং এভাবেই মাফ হতে পারে। কিন্তু চাপে পড়লে বা লৌকিকতার কারণে মাফ করলে মহর মাফ হয় না। সম্পূর্ণ সন্তুষ্টিচিত্তে মাফ করলেই মাফ।
মহর দিতে বিলম্ব হয়ে গেলে বিবাহবন্ধনে কোনো অসুবিধা হবে না। নির্ধারিত মহর পরিশোধের আগে স্ত্রী সহবাস বৈধ, তবে স্ত্রীকে কিছু দেয়াই উত্তম।
[মারিফুল কোরআন, খণ্ড : ২, পৃষ্ঠা : ২১৯; রাদ্দুল মুহতার, খণ্ড : ৪, পৃষ্ঠা : ২৩১; হিদায়া, খণ্ড : ২, পৃষ্ঠা : ৩২৫]
তথ্যসূত্রঃ দৈনিক যুগান্তর