সাধারন জ্ঞানের আসর - ৩৯তম পর্ব

সাধারণ জ্ঞান December 29, 2016 1,952
সাধারন জ্ঞানের আসর - ৩৯তম পর্ব

বিশ্বের সবথেকে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল

==> মেসোপটেমিয়ায়।


পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য

==> গিলগামেশ।


সপ্তাহের সাতদিনকে বিভক্ত করে

==> ক্যালডীয়রা।


সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন

==> হযরত ওমর ফারুক (রা.)।


জিগুরাত

==> সুমেরীয় ধর্ম মন্দির।


পৃথিবীর প্রাচীনতম ভাষা

==> হিব্রু।


গণতন্ত্রয়ের সূতিকাগার

==> গ্রিস।


ইতিহাসের জনক বা পিতা

==> হেরোডোটাস।


প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল

==> ইরান।


স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর ছিল

==> ইন্দোনেশিয়ায়।


বৃত্তকে ৩৬০ ডিগ্রি কোণে ভাগ করেন

==> অ্যাসেরীয়রা।


ফরাসী বিপ্লবের মতবাদ বা স্লোগান

==> স্বাধীনতা,সমতা ও ভ্রাতৃত্ব।


ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হতো

==> মিসরীয়দের।


লৌহ ব্যবহার প্রথম শুরু করে যে সভ্যতার লোকেরা

==> হিট্টাইট।


“সীমান্ত গান্ধী” নামে পরিচিত

==> খান আব্দুল গাফফার খান।


“মেমোগেট” কেলেঙ্কারিতে জড়িত দেশ

==> পাকিস্তান।


কাশ্মীরের সর্বশেষ মহারাজা ছিলেন

==> হরি সিং।


“স্ট্যাচু অব পিস” অবস্থিত

==> নাগাসাকিতে।


জাপান কোরিয়া দখল করে নেয়

==> ১৯০৫ সালে।


নেপালের ২৪০ বছরের রাজতন্ত্রের বিলোপ হয়

==> ২৮ মে ২০০৮।


আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়

==> ১৯৯১।


“ব্ল্যাক ফরেস্ট” যে দেশে অবস্থিত

==> জার্মানিতে।


নাৎসি আন্দোলন সর্বপ্রথম শুরু হয়

==> মিউনিখ শহর থেকে।


“The 46664 Campaign” ছিল

==> এইডস বিরোধী প্রচারণা।


“পার্ল অব অ্যান্টিলিজ” নামে পরিচিত

==> কিউবা।


প্রেইরি তৃণভূমি অবস্থিত

==> উত্তর আমেরিকা অঞ্চলে।


কিউবা ক্ষেপণাস্ত্র সংকট হয়

==> ১৯৬২ সালে।


শিলামুদ্রার দেশ হিসেবে বিখ্যাত “ইয়াপ” দ্বীপটি অবস্থিত

==> মাইক্রোনেশিয়ায়।


“লাল করিডোর” অঞ্চল চিহ্নিত হয়

==> ভারত।


“ইউরোপের ক্রীড়াঙ্গন” বলা হয় যে দেশকে

==> সুইজারল্যান্ড।


তথ্যসূত্রঃ ইন্টারনেট