জেনে নিন-মৃত্যুর পরে জান্নাতে যাবে এমন মানুষদের বৈশিষ্ট্য!

ইসলামিক শিক্ষা December 24, 2016 2,627
জেনে নিন-মৃত্যুর পরে জান্নাতে যাবে এমন মানুষদের বৈশিষ্ট্য!

মানুষ সৃষ্টিগতভাবে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে (শিশু অবস্থায়)। দুনিয়াতে মানুষের ভালো গুণগুলো ও মন্দ গুণ প্রকাশ পায়। কিন্তু ঈমানের দাবি হলো মানুষ ভালো গুণের অধিকারী হবে।


তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হিসেবে প্রকাশ পাবে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। জেনে নিন-মৃত্যুর পরে জান্নাতে যাবে এমন মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে।


তাম্বিহুল গাফেলিন গ্রন্থে আল্লামা আবু লাইছ সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি মানুষের কিছু উত্তম চারিত্রিক


বৈশিষ্ট্য ও গুণ তুলে ধরেছেন। যে গুণগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করলে দ্রুত আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আর তা হলো-


>> ওই ব্যক্তি সর্বোত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার ইবাদাতকারী হয়।


>> শুধু নিজের জন্য নয় বরং সব সময় সৃষ্টি জগতের সবার কল্যাণ কামনায় নিজেকে নিয়োজিত রাখে।


>> মানুষ তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে। হাদিসে এসেছে, ‘প্রকৃত মুসলিম ওই ব্যক্তি, যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।’


>> কখনোই অন্যের ধন-সম্পদের প্রতি লোভ না করা।


>> যে ব্যক্তি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ নেক আমলে জীবন অতিবাহিত করে।


এ কারণে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তিনটি গুণকে ভালোবাসি-


১. দারিদ্র্যতাকে, যাতে আল্লাহ তাআলার দরবারে বিনয়ী হওয়া যায়।


২. অসুস্থতাকে, যে অসুস্থতা দ্বারা গোনাহ মাফ হয়ে থাকে।


৩. মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, যাতে আল্লাহ তাআলার দিদার লাভ করা যায়।