নারীদের ত্বকের অন্যতম একটি সমস্যা হলো ব্ল্যাকহেডস। ত্বকের উপর কালো রঙয়ের ছোট ছোট যে দানা দেখা যায়, তাকে ব্ল্যাকহেডস বলে। মূলত ব্ল্যাকহেডস লোমকূপের নিচে থাকে। পরে এটি ব্রণ আকারে আত্নপ্রকাশ করে। শুরুতে ব্ল্যাকহেডস দূর করা না গেলে পরবর্তিতে এটি মারাত্নক আকার ধারণ করতে পারে।
যে সকল কারণে ব্ল্যাকহেডস হতে পারে
- নাকে অনেকগুলো তৈলাক্ত গ্রন্থি রয়েছে, কিছু ক্রিম বা লোশন ব্যবহার করার কারণে এটি আরো তৈলাক্ত হয়ে পড়ে যার কারণে ব্ল্যাকহেডস দেখা দেয়।
- অতিরিক্ত স্ট্রেস
- মেকআপ নিয়মিত দূর করা হলে
- কিছু হরমোনের কারণে
এই যন্ত্রণাদায়ক ব্ল্যাকহেডস দূর করে ফেলুন একটিমাত্র উপায়ে
যা যা লাগবে
- বেকিং সোডা
- পানি
যেভাবে তৈরি করবেন
১। প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে নিন।
২। একটি পাত্রে দুই টেবিল চামচ বেকিং সোডা এবং পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন।
৩। এটি ব্ল্যাকহেডসের স্থানে লাগিয়ে আঙ্গুল দিয়ে ম্যাসাজ করুন। এভাবে ১০ মিনিট ম্যাসাজ করুন।
৪। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৫। এটি সপ্তাহে দুই বার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বক থেকে ব্ল্যাকহেডস দূর করে দেব।
টিপস
১। এই প্যাকটি চোখের কাছাকাছি জায়গাগুলোতে লাগাবেন না।
২। অনেকের নাক বা চিবুকের ত্বক লাল হয়ে যেতে পারে, এতে ভয় পাবেন না। এটি সাময়িক।
৩। অব্যশই এটি ব্যবহার করার পর বরফ দিয়ে ত্বকের লোমকূপ বন্ধ করবেন।