এইচপির কনভার্টিবল ল্যাপটপ

কম্পিউটার রিভিউ December 24, 2016 757
এইচপির কনভার্টিবল ল্যাপটপ

দেশের বাজারে এইচপির কনভার্টিবল ল্যাপটপ আনলো স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। এটি প্যাভিলিয়ন সিরিজের। মডেল এইচপি প্যাভিলিয়ন এক্স৩৬০ কনভার্টিবল।


ল্যাপটপটিতে আছে ইন্টেলের সপ্তম প্রজন্মের কোর আই ৭২০০ ইউ। প্রসেসরের ক্লকস্পিড ৩.১ গিগাহার্জ। ল্যাপটপটিতে ৪ জিবি ডিডিআর ৪ র‌্যাম ব্যবহৃত হয়েছে। এতে ১ টেরাবাইট হার্ড ড্রাইভ রয়েছে।


এইচপির ল্যাপটপটিতে ১৩.৩ ইঞ্চির ডায়াগোনাল হাই-ডেফিনেশন টাচ এলইডি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে উইন্ডোজ ১০।


সোনালি রঙে ল্যাপটপটি পাওয়া যাবে। এর মূল্য ৬৩ হাজার ৫০০।