একটি আমেরিকার ঘটনা

আইন আদালত December 24, 2016 2,895
একটি আমেরিকার ঘটনা

এক লোক হঠাৎ শাশুড়িকে তিনতলা থেকে ফেলে মেরে ফেলল। মামলা হলো, কেস আদালতে উঠলো। উকিল জজ সাহেবের সামনে আসামিকে জেরা শুরু করলো...


উকিল : আপনি আপনার শাশুড়িকে তিনতলা থেকে ফেলে দিয়েছেন?


আসামি : হ্যাঁ।


উকিল : কেন তাকে এভাবে মেরে ফেললেন?


আসামি : আমি আমার শাশুড়িকে মারতে চাইনি।


উকিল : তাহলে কেন তাকে তিনতলা থেকে নিচে ফেলে দিলেন?


আসামি : আমি ওই দিন জানালা দিয়ে হঠাৎ আমার শত্রুকে যেতে দেখলাম। তাকে মারতে গেলাম। কিন্তু হাতের কাছে কিছু না পেয়ে শাশুড়িকে তুলে মারলাম কিন্তু একটুর জন্য তার ওপর পড়ল না।