উকিল : দুর্ঘটনার সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন?
প্রত্যক্ষদর্শী : হ্যাঁ।
উকিল : দুর্ঘটনাস্থল থেকে আপনি ঠিক কতটুকু দূরে ছিলেন?
প্রত্যক্ষদর্শী : ৪০ ফুট সাড়ে ৬ ইঞ্চি।
উকিল: হুম। এত নিশ্চিত হয়ে বললেন কী করে?
প্রত্যক্ষদর্শী : গজ ফিতা দিয়ে মেপে রেখেছিলাম।
উকিল : কেন?
প্রত্যক্ষদর্শী : জানতাম, আপনার মতো কোনো একজন আমাকে প্রশ্নটা করবে!