দিনদুপুরে চুরি

আইন আদালত July 26, 2017 3,378
দিনদুপুরে চুরি

চুরির দায়ে গ্রেপ্তার আসামি কাঠগড়ায় দাঁড়ানো, আইনজীবী তাকে জেরা করছে।


আইনজীবী: বাড়ির মালিকের চোখের সামেন দিয়ে দিনদুপুরে কীভাবে ল্যাপটপ চুরি করে পালালে তুমি!


আসামি: হুজুর আপনারা অনেক বড় কাজ করেন, মাইনেও অনেক বেশি। হুদাই আমাগো কায়দা-কৌশল জাইনা কী করবেন?