এমনিতে দিয়েছেন!

আইন আদালত August 25, 2017 3,586
এমনিতে দিয়েছেন!

বিচারক: তুমি দিনদুপুরে এই লোকের টাকা ছিনিয়ে নিয়েছো!


আসামি: না হুজুর! আমি ছিনিয়ে নেইনি, তিনি এমনিতে দিয়েছেন।


বিচারক: এমনিতে দিয়েছেন!


আসামি: জ্বী, স্যার! আমার হাতে গুলিভরা পিস্তল দেখেই তিনি তার হাতের টাকাগুলোও আমাকে দিয়ে দিলেন...


বিচারক: তোমার হাতে কোনো অস্ত্র না দেখেই আমি তোমাকে ৫ বছরের দণ্ড এমনি এমনিই দিয়ে দিলাম, যাও!