শীত আসলেই বেড়ে যায় খুশকির প্রকোপ। ফলে চুল শুষ্ক হয়ে ঝরে যেতে থাকে। লেবু, দই ও মধুর তৈরি একটি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে দূরে থাকতে পারবেন খুশকি থেকে। এই প্যাকে রয়েছে ভিটামিন বি৬, বি১২, অ্যামিনো অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও জিঙ্ক যা খুশকি দূর করার পাশাপাশি চুল উজ্জ্বল ও ঝলমলে করে।
• জেনে নিন কীভাবে হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার করবেন....
আধা কাপ গ্রিক ইয়োগার্ট নিন। একটি লেবু অর্ধেক করে কেটে চামচে নিয়ে চুলার উপর ধরে রাখুন ২০ সেকেন্ড। সামান্য ঠাণ্ডা হলে লেবুর রস বের করে দইয়ের সঙ্গে মেশান। ১ টেবিল চামচ মধু ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান।
মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট খুলে নিন। চুল অতিরিক্ত শুষ্ক হলে সামান্য নারিকেল তেল লাগিয়ে তারপর আঁচড়ান চুল। হেয়ার প্যাক আঙ্গুলের সাহায্যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। চুল হালকা করে খোঁপা করে নিন। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।