শামস : কই আমার গিফটটা কই?
দোকানদার : কিসের গিফট?
শামস : ক্যান, কালকে যে মিনারেল ওয়াটার কিনলাম। তার লগে যে ফ্রি আছিল। সেইটা কই?
দোকানদার : আরে না, মিনারেল ওয়াটারের সঙ্গে কেনো গিফট আছিল না।
শামস : আমারে বোকা পেয়েছ? মিনারেল ওয়াটারের বোতলের গায়ে পরিষ্কার বাংলায় লেখা আছে ‘১০০% ব্যাক্টেরিয়া ফ্রি’।