সাধারণ জ্ঞান: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা (শেষ পর্ব)

সাধারণ জ্ঞান December 19, 2016 2,206
সাধারণ জ্ঞান: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা (শেষ পর্ব)

প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?

উঃ ৭ জন।

প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?

উঃ ৬৯ জন।


প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?

উঃ ১৭৫জন।

প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?

উঃ ৪২৬ জন।

প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?

উঃ ৬৭৭ জন।


প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?

উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?

উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

প্রশ্ন: সমপ্রতি কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?

উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।

প্রশ্ন: বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?

উঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।

প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?

উঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।

প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?

উঃ ভারতের আমবাসা এলাকায়।


প্রশ্ন: দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?

উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?

উঃ মাদার মারিও ভেরেনজি।

প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?

উঃ হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।


প্রশ্ন: বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?

উঃ শহীদুল ইসলাম(লালু) বীরপ্রতীক।

প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন