▤ প্রশ্নঃ মোবাইল ফোনের আবিষ্কারক কে?
উঃ মার্টিল কুপার।
▤ প্রশ্নঃ বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর কোথায় নির্মাণের প্রস্তাবনা রয়েছে?
উঃ পটুয়াখালীর, কলাপাড়ায়।
▤ প্রশ্নঃ WTO- এর হেডকোয়ার্টার কোন শহরে অবস্থিত?
উঃ জেনেভা, সুইজারল্যান্ড।
▤ প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির) ইংরেজি অনুবাদের নাম কি?
উঃ Song Offerings।
▤ প্রশ্নঃ আয়তনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহত্তম দেশ?
উঃ চতুর্থ।
▤ প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশনে ইলেকটোরাল ভোটের সংখ্যা কত?
উঃ ৫৩৮ টি।
▤ প্রশ্নঃ 'গুয়ান্তানামো বে' বন্দিশালা কোথায় অবস্থিত? উঃ কিউবা।
▤ প্রশ্নঃ কোন সালে বাংলাদেশে CTBT অনুমোদন করে?
উঃ ৮ মার্চ ২০০০ সাল।
▤ প্রশ্নঃ বিশ্বের ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
উঃ ম্যানিলা, ফিলিপাইন (১১১৫৭৬জন/ বর্গমাইল )।
▤ প্রশ্নঃ নেলসন মেন্ডেলাকে কোন দ্বীপে নির্বাসিত করা হয়েছিল?
উঃ রোবেন দ্বীপ।
▤ প্রশ্নঃ DFI বলতে কি বুঝায়?
উঃ Development Finance Institution.
▤ প্রশ্নঃ কোন কোন দেশের জাতীয় পতাকা কখনও অর্ধনমিত হয় না?
উঃ সৌদি আরব ও ইরান।
▤ প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উঃ কর্ণফুলী।
তথ্যসূত্রঃ ইন্টারনেট