# পৃথিবীর সব থেকে উত্তরের নগরীঃ হ্যামারফাষ্ট (নরওয়ে)
# পৃথিবীর সব থেকে দক্ষিণের নগরীঃ পুয়েটো উইলিয়াম (চিলি)
# পৃথিবীর সব থেকে সরু রাষ্ট্রঃ চিলি
# পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্রঃ ইন্দোনেশিয়া।
# পৃথিবীর শীতলতম স্থানঃ রিজ-এ; উষ্ণতম স্থানঃ আজিজিয়া, লিবিয়া।
# কোন শহর ২ টি মহাদেশে অবস্থিত? উঃ ইস্তাম্বুল (তুরষ্ক)
# কোন গ্রাম ২টি দেশে অবস্থিত? উঃ পানমুনজাম (উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে)
# পৃথিবীর বৃহত্তম দেশঃ রাশিয়া (আয়তনে), চীন (জনসংখ্যায়)
# পৃথিবীর ক্ষুদ্রতম দেশঃ ভ্যাটিকান (আয়তন এবং জনসংখ্যায়)
# পৃথিবীর বৃহত্তম নদীঃ নীল নদ। এশিয়ায় বৃহত্তম নদীঃ ইয়াংসিকিয়াং
# এশিয়া এবং পৃথিবীর গভীরতম হ্রদঃ বৈকাল হ্রদ (গভীরতা ১৬২০ মিটার)
# এশিয়া এবং পৃথিবীর বৃহত্তম হ্রদঃ কাম্পিয়ান সি (৩৯৪২৯৯ বর্গ কিমি)
# পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বসবাস করে? উত্তরঃ ৬০ ভাগ।
# আয়তন এবং জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশঃ চীন, এবং ক্ষুদ্রতম দেশঃ মালদ্বীপ
তথ্যসূত্রঃ ইন্টারনেট