বারে মদ না খেয়ে

শিক্ষক-ছাত্র কৌতুক December 15, 2016 1,681
বারে মদ না খেয়ে

শিক্ষক : কেউ যদি বারে মদ না খেয়ে গাড়িতে খায় সেটার ইংরেজি কী হবে?


ছাত্র : কারবার।


শিক্ষক : আগামীকালের ইংরেজি টুমরো হলে পরশুর ইংরেজি কী হবে?


ছাত্র : টু আবার মরো।


শিক্ষক : হাতিটি বসিল। বসিল তো বসিল, এমন ভাবে বসিল, বসিয়াই রহিল ইংরেজি কী হবে?


ছাত্র : অ্যান এলিফেন্ট স্যাট, স্যাট অ্যান্ড স্যাট, সাচ এ স্যাট, স্যাটা স্যাট।