চোখের পানির দাম

প্রেমিক-প্রেমিকা কৌতুক December 14, 2016 3,128
চোখের পানির দাম

প্রেমিকা : তুমি জানো, আমার চোখের এক ফোঁটা পানির দাম কত?


প্রেমিক : কই না তো। কত বলো তো!


প্রেমিকা : যখন এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয় তখন প্রথমে আইলাইনার আর মাস্কারার সাথে মেশে। তারপর এটা যখন গাল দিয়ে নিচে নামে তখন ব্লাশারের সাথে মেশে। তারপর যদি ওই পানির ফোঁটাটি কোন ভাবে ঠোঁটে এসে লাগে তাহলেই হলো। এটা তখন লিপস্টিকের সঙ্গে মেশে। সব হিসেব করলে ওই এক ফোঁটা চোখের পানির দাম পরে দেড় হাজার টাকা!


প্রেমিক : খাইছে আমারে।