ঘ্যাচাং কইরা দিমু

শিক্ষক-ছাত্র কৌতুক December 13, 2016 1,690
ঘ্যাচাং কইরা দিমু

শিক্ষক : ধরো তোমাকে বলা হলো ৪ জন মানুষের মধ্যে ৩টা আপেল ভাগ করে দিতে। কিন্তু আপেল কাটা যাবে না। কীভাবে ভাগ করে দিবে?


ছাত্র : এটা কোন ব্যাপার হল, ছুরি দিয়ে একজনকে ঘ্যাচাং কইরা দিমু। আর তিনজনরে ৩টা আপেল দিয়া দিমু।