ডেলের নতুন চমকপ্রদ আল্ট্রাবুক !

কম্পিউটার রিভিউ December 11, 2016 1,227
ডেলের নতুন চমকপ্রদ আল্ট্রাবুক !

ডেল এক্সপিএস আল্ট্রাবুক। ওজন ১ কেজির সামান্য বেশি। সম্পূর্ণ হাই রেজ্যুলিউশনের 13.3 ইঞ্চির আল্ট্রাবুকটিতে ব্যবহৃত হয়েছে সিক্স জেনারেশনের কোর আই 5 প্রসেসর। এর ক্লক স্পিড 2.8 গিগাহার্ডজ পর্যন্ত। সঙ্গে আছে 1866 মেগাহার্ডজ গতির 8জিবি র‌্যাম, পিসিআই স্লট ভিত্তিক 256 গিগাবাইট ধারণক্ষমতা সলিড স্টেট ড্রাইভ ও 520 এইচডি গ্রাফিক্স।


প্রয়োজনে ভার্চুয়ালভাবে মিলিত হতে ডেল এক্সপিএস 13 আল্ট্রাবুকে রয়েছে ওয়েভস ম্যাক্স অডিও প্রো টেকনোলজির ২টি স্টোরিও স্পিকার এবং 720পি এইচডি ওয়েবক্যাম।


এতে রয়েছে ওয়্যার টেকনোলজি- 2.4 ও 5 গিগাহার্ডজ স্পিডের 4.0 ব্লুটুথ কানেকশান, ২টি ইউএসবি থ্রি পোর্ট যা দিয়ে ল্যাপটপটি চার্জও দেওয়া যায় এবং ১টি মিনি ডিসপ্লে পোর্ট।


অ্যাল্ট্রাবুকটির সঙ্গে মিলবে 64 বিটের উইন্ডোজ 10 হোম প্রিমিয়াম অপারেটিং সিস্টেম।


সূত্র- কলকাতা২৪x7