ব্যাংকে এতিমের নামে রাখা টাকায় কি জাকাত আসবে?

ইসলামিক শিক্ষা December 9, 2016 838
ব্যাংকে এতিমের নামে রাখা টাকায় কি জাকাত আসবে?

প্রশ্ন : ব্যাংকে আমার কিছু টাকা আছে। তার মধ্যে এতিমদের নামেও কিছু রাখা আছে। অর্থাৎ বিভিন্ন অ্যাকাউন্টে আমার কিছু টাকা আছে যেগুলো নেসাব পরিমাণ হচ্ছে, জাকাতের সমপরিমাণ হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, এতিমদের নামে যে টাকাটা রাখা হয়, সেই টাকাটার কি জাকাত দিতে হবে?


উত্তর : ব্যাংকে টাকাটা যদি কোনো এতিমের নামে রাখা হয়, তাহলে তো সেটি আর আপনার টাকা নয়। সেটা এতিমের টাকা। যদি আপনার অ্যাকাউন্টে আপনার নামে থাকে, তাহলে এর জন্য আপনাকে জাকাত আদায় করতে হবে।

আর যদি এতিমদের নামে আপনি লিখে রাখেন অথবা এতিমদের নামে অ্যাকাউন্টটা করা হয়ে থাকে, তাহলে এতিমদের জন্য এই টাকার মধ্যে জাকাত আসবে না। তখন এতিমদের মালিকানায় সেই টাকা চলে যাবে। সুতরাং নেসাব পরিমাণ হলেও জাকাত আসবে না। যেহেতু টাকাটা হয়তো এতিমদের খরচের জন্য ব্যবহার করা হচ্ছে, সে ক্ষেত্রে এতিমরা এর হকদার এবং এতে জাকাত আসবে না। কারণ এটি মূলত এতিমদের জন্য একটি দান।


কিন্তু যদি এই টাকাটা আপনার অ্যাকাউন্টে, আপনার মালিকানায় থেকে যায়, তাহলে আপনাকে এর জন্য জাকাত দিতে হবে। এখানে মালিকানার ওপর বিষয়টি নির্ভর করছে।