লবণ দিয়ে করুন চুল তাজা!

রূপচর্চা/বিউটি-টিপস December 8, 2016 1,540
লবণ দিয়ে করুন চুল তাজা!

শীত কিংবা বর্ষা, ড্যানড্রফের সমস্যা। ব্যবহার করে ফেলেছেন অনেক কিছু বাজার চলতি প্রোডাক্ট। কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে এবার সবকিছুকে টা টা বাই বাই বলে, নিজেই বানিয়ে নিন সমস্যা সমাধানের চটজলদি ঘরোয়া টোটকা। আপনার চুলের যত্নের জন্য হানা দিতে পারেন আপনারই রান্নাঘরের অন্দরমহলে।


• চলুন দেখে নেই কোন জিনিসটি আপনাকে মুক্তি দিতে পারে এই ড্যানড্রফ থেকে....


আপনার শ্যাম্পুতে এক চিমটে লবণ মিশিয়ে স্ক্যাল্পে লাগান। শুকনো নয়, মাথা পানিতে ভিজিয়ে এই মিশ্রণ লাগান।


৫-১০মিনিট আলতো করে মাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন যেন চুলে মিশ্রণটি থেকে না যায়, তাই আরও একটু শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার করে ধুয়ে নিন। চুলে লবণ থেকে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। চুল ঝরেও যেতে পারে।


লবণের এই ব্যবহার, স্ক্যাল্প থেকে ড্যানড্রফকে দূর করে দেয়। ইচ্ছে হলে একবার ট্রাই করে দেখতে পারেন এই টিপস।