প্রশ্ন : যখন আজান দেয়, তখন যদি কোরআন শরিফ তিলাওয়াত করতে থাকি, তখন কি তিলাওয়াত বন্ধ করে দিতে হবে?
উত্তর : হ্যাঁ। আজান যখন শুনবেন, তখন উত্তম হচ্ছে আপনি আজানের উত্তর দেবেন। যেহেতু রাসূল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘যখন তোমরা আজান শুনবে, তখন মুয়াজ্জিন যেভাবে বলছে, ঠিক সেভাবে মুয়াজ্জিনের সাথে বলবে।’ তাই আজানের জবাব দেওয়াটা এখানে এই পরিস্থিতিতে উত্তম কাজ। এ জন্য কোরআন পাঠ বন্ধ করে আপনি আজানের জবাব দেবেন, তার পর আপনি আবার কোরআন তিলাওয়াত শুরু করবেন।