মেয়ে : প্রমিজ করো, আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কখনো ভালোবাসবে না।
ছেলে : তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো... কিন্তু প্রমিজ করতে পারব না।
মেয়ে : এর মানে হচ্ছে, আমি ছাড়া তোমার মনে অন্য কেউ আছে।
ছেলে : হ্যাঁ, তোমার পরে যে মেয়েটিকে আমি ভালোবাসবো; সে তোমাকে মা বলে ডাকবে।