সাধারন জ্ঞানঃ সাম্প্রতিক ডিসেম্বর ২০১৬

সাধারণ জ্ঞান December 4, 2016 1,754
সাধারন জ্ঞানঃ সাম্প্রতিক ডিসেম্বর ২০১৬

সামাজিক যোগাযোগ সাইট Twitter-এর লোগোর পাখির নাম.?

❂ ল্যারি বার্ড।

.

বাংলাদেশে নিবদ্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি.?

❂ ৪১ টি।

.

বর্তমানে প্রাথমিক শিক্ষাস্তরে প্রান্তিক যোগ্যতা কতটি.?

❂ ২৯ টি।

.

দুর্নীতি দমন কমিশন কোন মন্ত্রনালয়ের অধীনে.?

❂ স্বাধীন ও নিরপেক্ষ।

.

বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান.?

❂ কাজী রিয়াজুল হক।

.

বর্তমানে 'OPEC' সংস্থার প্রধান/মহাসচিব কে.?

মোহাম্মদ সানুসি বারকিন্ড।

.

বর্তমানে 'OPEC' সংস্থার সদস্য দেশ কতটি.?

❂ ১৪ টি।

.

বিশ্বের কতটি দেশে ইলিশ রয়েছে.?

❂ ১১ টি।

.

বর্তমানে গেজেটপ্রাপ্ত বীরাজ্ঞনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত.?

❂ ১৭০ জন।

.

২০১৬ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত.?

❂১৬.২৯ কোটি।

.

জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত.?

❂ অষ্টম।

.

বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত.?

❂ ১.২%

.

সর্বাধিক জন্মহারের দেশ কোনটি.?

❂ ওমান।

.

সবচেয়ে কম জন্মহারের দেশ কোনটি.?

❂ সিরিয়া।