মৃত্যুর পর সওয়াল-জবাব কখন শুরু হয়?

ইসলামিক শিক্ষা December 4, 2016 1,637
মৃত্যুর পর সওয়াল-জবাব কখন শুরু হয়?

প্রশ্ন : মানুষ যখন মারা যায়, তখন মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই কি তাঁদের সওয়াল-জবাব শুরু হয়, নাকি কবরে নেওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়?


উত্তর : সহিহ মুসলিমে বর্ণিত হাদিস থেকে যেটি বোঝা যায় সেটি হচ্ছে, যখন তাঁকে কবরস্থ করা হয়, তখন দুজন ফেরেশতা আসেন এবং তার পর তাঁকে এই প্রশ্নোত্তরের যে ঘটনাটি, সেই প্রশ্নোত্তর করা হয়ে থাকে।


আর এখানে কবরস্থ করা বলতে কী বোঝায়, এ নিয়ে আহলে তাহকিক, মাহকি, ওলামায়ে কেরাম ও আহলে হাদিসদের মধ্যে আলোচনা রয়েছে। আসলে কবরস্থ বলতে বোঝায়, মৃত্যুর পর তাঁকে যেখানে সমাধি হিসেবে রাখা হয়, সেটি। সেটি পানিতে হতে পারে, ফ্রিজে হতে পারে, কবরে হতে পারে, মাটিতে হতে পারে অথবা কোনো সিন্দুকে হতে পারে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মৃত্যুর পর তাঁকে যেখানে রাখা হবে, সেখানেই তার সওয়াল-জবাব শুরু হবে।