1.প্রশ্ন : সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর : পটুয়াখালী।
2.প্রশ্ন : আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
3.প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর : নাজমুন আরা সুলতানা।
4.প্রশ্ন : বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার।
5.প্রশ্ন : রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর : জাতীয় সংসদের স্পিকার।
6.প্রশ্ন : বাংলাদেশের শিশু আইন প্রণীত হয়?
উত্তর : ১৯৭৪ সালে।
7.প্রশ্ন : আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?
উত্তর : পার্বত্য রাঙামাটি।
8.প্রশ্ন : বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে?
উত্তর : বগুড়ায়।
9.প্রশ্ন : স্টেট ডুমা কোন দেশের আইন সভা?
উত্তর : রাশিয়া।
10.প্রশ্ন : রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর : কক্সবাজার জেলায়।
11.প্রশ্ন : ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?
উত্তর : নেদারল্যান্ডস।
12.প্রশ্ন : কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর : ১৯৯৭ সালে।
13.প্রশ্ন : ‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : এশিয়া।
14.প্রশ্ন : বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর : উত্তরাধিকার।
14.প্রশ্ন : বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর : কুতুবদিয়া।
15.প্রশ্ন : ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
উত্তর : সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
সূত্রঃ ইন্টারনেট