তিনবার কবুল বললেই কি বিয়ে হয়ে যায়?

ইসলামিক শিক্ষা December 1, 2016 1,868
তিনবার কবুল বললেই কি বিয়ে হয়ে যায়?

প্রশ্ন : একটি মেয়ে। তার স্বামী আছে। কিন্তু সেই মেয়েটির সঙ্গে অন্য একটি ছেলের সম্পর্ক গড়ে ওঠে এবং ছেলে ও মেয়ে তিনবার করে কবুল বলে। এটা কি ঠিক?


উত্তর : না, এটা ঠিক নয়। এই যে তিনবার করে কবুল বলল, অথচ স্বামী আছে। অর্থাৎ বিবাহিতা। তারপরও তিনি তিনবার করে কবুল বলেছেন। এটা ঠিক নয়। এটা পরকীয়ার বিষয়, অন্যায় বিষয়।


এর সঙ্গে বিয়ের সামান্যতম কোনো সম্পর্ক নেই। তাঁরা খারাপ কাজে লিপ্ত আছেন, যে কাজটি অবৈধ। এখন স্বামীর কাছেই তাঁর ফিরে যাওয়া উচিত এবং সেখানেই স্থির থাকা প্রয়োজন।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন