মোবাইল, ই-মেইল, ফেসবুক বা চিঠিতে লিখিত সালামের উত্তর দেয়া কি আবশ্যক?

ইসলামিক শিক্ষা November 30, 2016 3,750
মোবাইল, ই-মেইল, ফেসবুক বা চিঠিতে লিখিত সালামের উত্তর দেয়া কি আবশ্যক?

প্রশ্ন : মোবাইল, ই-মেইল, ফেসবুক বা চিঠিতে লিখিত সালামের উত্তর দেয়া কি আবশ্যক? আবশ্যক হলে লিখিত দিতে হবে, না মৌখিক দিলেও হবে?


উত্তর : সালামের উত্তর দেয়া আবশ্যক। তবে তা লিখিত দেয়া জরুরি নয়, মৌখিক উত্তর দিলেও আদায় হয়ে যাবে।


[সূরা নিসা, ৮৬; মুসলিম, হাদিস নং ১৫; মাহমুদিয়া, খণ্ড : ২৮, পৃষ্ঠা : ১৮৯]


সূত্রঃ দৈনিক যুগান্তর