সরকারি জিপি তহবিলের টাকা সুদসহ নেওয়া যাবে কি?

ইসলামিক শিক্ষা November 29, 2016 1,145
সরকারি জিপি তহবিলের টাকা সুদসহ নেওয়া যাবে কি?

প্রশ্ন : গভর্নমেন্ট সার্ভিস (সরকারি চাকরি) যাঁরা করেন, তাঁদের বেতন থেকে জিপি ফান্ডে টাকা কাটা হয়। সার্ভিস শেষে ওই টাকা সুদসহ ফেরত দেওয়া হয়। এই সুদসহ লভ্যাংশ নেওয়া যাবে কি?


উত্তর : আপনি যদি সুদসহ গ্রহণ করতে বাধ্য হন, তাহলে আপনি গ্রহণ করতে পারেন। তবে সুদের মালিকানা আপনার সাব্যস্ত হবে না। আপনার যে মূলধন রয়েছে, সেই মূলধনের মালিকানা আপনার সাব্যস্ত হবে। বাকি সুদটুকু আপনি যেকোনো জনকল্যাণমূলক কাজে বা ভালো কাজে ব্যবহার করতে পারেন। তবে এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না।