প্রশ্ন : প্রসাবের ছিটা কাপড়ে লাগলে কতটুকু মাফ হবে?
উত্তর : প্রসাবের ছিটা পুরোটাই নাপাক। কোথায়ও লাগতে দেখলে তা ধুয়ে ফেলতে হবে। তবে, কোন জায়গায় প্রসাবের ছিটা লেগেছে তা চিহ্নিত করতে না পারলে এবং ওই সময় কাপড় পরিবর্তন করার সুযোগ না থাকলে, সুইয়ের মাথা পরিমাণ প্রসাবের ছিটা মাফ হিসেবে ধরা যায়। তা নিয়ে নামাজ আদায় করলে অসুবিধে হবে না।
[আদ্দুররুল মুহতার, খণ্ড : ১, পৃষ্ঠা : ৫৮০; রাদ্দুল মুহতার, খণ্ড : ১, পৃষ্ঠা : ৫৮২]
তথ্যসূত্রঃ দৈনিক যুগান্তর