পালক সন্তানকে কোন পরিচয়ে বিয়ে দিতে হবে?

ইসলামিক শিক্ষা November 21, 2016 1,309
পালক সন্তানকে কোন পরিচয়ে বিয়ে দিতে হবে?

প্রশ্ন : একজনের সন্তান নেই। কিন্তু সে ভাইয়ের সন্তানকে পোষ্য (পালক) হিসেবে গ্রহণ করেছে। তাঁদের এই সন্তান অর্থাৎ ভাতিজা বা ভাতিজি যারা লালন-পালন করছে, তাঁদের কী বলে সম্বোধন করবে? এ ক্ষেত্রে যখন তাদের বিবাহ হবে, তখন বাবার নামের ক্ষেত্রে কার নাম ব্যবহার করে বিবাহ সম্পন্ন করা হবে?


উত্তর : পোষ্য সন্তান যারা আছে, তারা পোষ্যই থেকে যাবে। এরা আর সন্তানে পরিণত হবে না। তাই তারা যদি যারা লালন-পালন করেছেন, তাঁদের খালাম্মা অথবা চাচা, চাচি ডাকতে পারে।


কিন্তু তাঁদের বাবা-মা হিসেবে আখ্যায়িত করার সুযোগ নেই। আসল বাবা, মাকে অস্বীকার করা যাবে না। নিজের বাবা, মাকে কোনোভাবে অস্বীকার করা তার জন্য হারাম। শুধু হারাম নয়, এটি কুফরি।


রাসূল (সা.) এ কাজটিকে কুফরি বলেছেন। সুতরাং এর সুযোগ নেই। বরং নিজের বাবা, মার দিকে নিজেকে সম্পৃক্ত করতে হবে। সম্পর্কিত করতে হবে।


আর যারা আপনাকে লালন-পালন করেছেন, তাঁদের আপনি খালাম্মা, চাচা, চাচি ডাকতে পারেন। লালন-পালনের কাজটি উত্তম। কিন্তু পরিচয়, বিয়ে-শাদির ক্ষেত্রে প্রকৃত বাবা, মার পরিচয় দিতে হবে। এখানে পরিচয় পরিবর্তনের কোনো সুযোগ ইসলাম অনুযায়ী নেই।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন