ডেল ৫০০০ সিরিজের ল্যাপটপ বাজারে

কম্পিউটার রিভিউ November 14, 2016 1,065
ডেল ৫০০০ সিরিজের ল্যাপটপ বাজারে

বাজারে ডেল ব্রান্ডের ইন্সপায়রন ৫০০০ সিরিজের ৫৫৬৭ মডেলের নতুন ল্যাপটপ এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।


ইন্টেল ৭ম প্রজন্মের কোর আই থ্রি, কোর আই ফাইভ এবং কোর আই সেভেন প্রসেসর দিয়ে বাজারে ছাড়া হয়েছে এই ল্যাপটপ। প্রতিটি ল্যাপটপেই থাকছে এক টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫ দশমিক ৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১০ হোম, ডিভিডি রাইটার, ওয়াইফাই, ব্লুটুথ, গ্রাফিক্স কার্ড।



কোর আই থ্রি ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআরফোর, কোর আই ফাইভ ল্যাপটপটিতে ৪ জিবি ও ৮ জিবি ডিডিআর ফোর র‌্যাম এবং কোর আই সেভেন ল্যাপটপটিতে থাকছে ৮ জিবি ডিডিআর ফোর র‌্যাম।


দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ বর্তমানে ল্যাপটপগুলো কালো, ধুসর এবং সাদা এই তিন রঙে দেশের বাজারে পাওয়া যাচ্ছে।


কোর আই থ্রি, কোর আই ফাইভ (৪ জিবি র‌্যাম), কোর আই ফাইভ (৮ জিবি র‌্যাম) এবং কোর আই সেভেন ল্যাপটপের মূল্য যথাক্রমে ৪৩ হাজার ৫০০ টাকা, ৫৭ হাজার টাকা, ৫৮ হাজার ৫০০ টাকা এবং ৭১ হাজার ৫০০ টাকা।