দেনমোহরের টাকা স্বামীকে উপহার দেওয়া যাবে?

ইসলামিক শিক্ষা November 12, 2016 1,302
দেনমোহরের টাকা স্বামীকে উপহার দেওয়া যাবে?

প্রশ্ন : আমার দেনমোহরের একটা বড় অংশ আমার কাছে আছে। এটা আমি উপহার হিসেবে আমার স্বামীকে আবার দিতে চাই। এই টাকা যদি আমি তাঁকে দিয়ে দিই, তাহলে কি এতে করে অন্য কারো হক নষ্ট হবে?


উত্তর : না। উপহার দিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। উপহার বা হাদিয়া হিসেবে দেনমোহরের টাকা আপনি আপনার স্বামীকে দিতে পারেন। আপনার জন্য এটি জায়েজ।


তবে উপহার দেওয়ার আগে বিষয়গুলো ভেবে নেওয়া উচিত। কারণ, এটি আপনার একান্ত হক। কোনো সময় এই টাকা আপনার প্রয়োজনে আসতে পারে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন