নতুন ল্যাপটপ এনেছে ডেল

কম্পিউটার রিভিউ November 11, 2016 1,005
নতুন ল্যাপটপ এনেছে ডেল

দেশে নতুন কয়েকটি মডেলের ল্যাপটপ এনেছে প্রযুক্তি ব্র্যান্ড ডেল। বুধবার প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড ও ডেল বাংলাদেশের আয়োজনে পার্টনারস মিট আয়োজনে এসব ল্যাপটপ উন্মোচন করা হয়।


নতুন এসব ল্যাপটপ মডেল হলো ইন্সপায়রন সিরিজের এন৫৮৫৯, এন৫৫৫৯ এবং এন৭৫৫৯। ভস্ত্রো সিরিজের ভস্ত্রো ৩৪৫৯, ৩৪৬৮, ৩৫৬৮, ৫৪৬৮ ল্যাটিটিউড সিরিজের ৩৪৭০, ৫৪৭০ ও ৭৪৭০।



মডেলভেদে ল্যাপটপগুলোর দাম ৪০ হাজার থেকে এক লাখের উপর। আর সবগুলোতে রয়েছে দুই থেকে তিন বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি।


পার্টনারস মিট ও ল্যাপটপ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের এমডি রফিকুল আনোয়ার, ডিরেক্টর জসিমউদ্দিন খন্দকার, ডেল কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহসহ প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মকর্তারা।


কর্মকর্তারা বলেন, ভালোমানের পণ্য সবার দোরগোড়ায় পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। এছাড়াও বিক্রয়োত্তর সেবা দিতেও তারা আপোষহীন কাজে করে যাচ্ছেন বলে বলেন।